Skip to main content

পদ্মপাতার উপর এক বিন্দু জল
টলোমল

তার অবয়ব ঘিরে নীলাকাশের ছবি
ছলছল

শান্ত মন, আত্মগত প্রাণ
দূরে, বহুদূরে সব কোলাহল

এই তো কবিতা
ক্ষণিকের স্ফুলিঙ্গে অনন্তের প্রেম
     শূন্য বিশ্বচরাচর
                চলাচল

Category