সৌরভ ভট্টাচার্য
22 June 2018
বারবার একটা ছায়া মুখের ওপর এসে পড়ছে
বারবার সরিয়ে দিতে চাইছি
হাতের তালুতে পাঁচ আঙুলে চেপে ধরে
ছুঁড়ে দিতে চাইছি আস্তাকুঁড়ে
বারবার ছায়াটা ফিরে ফিরে এসে মুখের ওপর পড়ছে
ছায়ার সাথে কথা বলি না
অন্ধকারে স্যাঁতস্যাঁতে জল হাওয়ায় যা বাড়ে
তা শেওলা
আমি ছায়ার সাথে একলা হাঁটি না