Skip to main content


বারবার একটা ছায়া মুখের ওপর এসে পড়ছে 
বারবার সরিয়ে দিতে চাইছি
  হাতের তালুতে পাঁচ আঙুলে চেপে ধরে 
               ছুঁড়ে দিতে চাইছি আস্তাকুঁড়ে 
বারবার ছায়াটা ফিরে ফিরে এসে মুখের ওপর পড়ছে
ছায়ার সাথে কথা বলি না
  অন্ধকারে স্যাঁতস্যাঁতে জল হাওয়ায় যা বাড়ে
        তা শেওলা 
আমি ছায়ার সাথে একলা হাঁটি না

Category