Skip to main content


সোঁদা গন্ধে পিছলে পড়েছ কখনও? 
আচমকা দেখলে, জানলায় বাইরে টাঙানো কালো স্লেট আকাশ? 
তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে তোমারই মত আরেকটা মেঘলা তুমি? 
তাকে সামাল দিতে হাতড়াচ্ছ গীতবিতান 
   কবিতার ফেরিওয়ালাকে বলছ,
      “এই ঝাঁকা নামিয়ে বসো দেখি”
তোমার ভেজা চোখে কোনো বিগত দিনের ডুব সাঁতার
   বুকের তলায় ভুড়ভুড়ি কাটছে নিষিদ্ধ কান্না 
      তুমি দুষছ মেঘলা আকাশকে? 
         বলেছ কোনোদিন তাকে, হতচ্ছাড়া কর্মনাশা?!

Category