সৌরভ ভট্টাচার্য
19 June 2018
আজও মজলিশে একটা তাকিয়াও খালি যায়নি
আজও হাসির ফোয়ারা উঠেছিল নিঃসঙ্গ দেওয়ালের
আত্মমগ্নতাকে ক্ষুব্ধ করে
অনেক রাতে ভাঙল মজলিশ,
একে একে সবাই ফিরে গেল
আনন্দে মাতোয়ারা উচ্ছল
জোনাকির মত
অন্ধকারে
শেষ রাতে নিজেকে জিজ্ঞাসা করলাম,
ওরা কারা ছিল?
মন বলল, চিনি না,
দু দণ্ডের অতিথি হয়ে এসেছিল
অনন্তের পথিকদল
আপন ছিল না কেউ