Skip to main content

টোবা টেক সিং


কোনো কবিতা মনে পড়ছে না
সার দেওয়া কবিতার বই
তারই লেখা

সত্যমেব জয়তে

"এ দেশ যোগ্য নহে বাস করিবার"
  উচ্চারিল পত্রকার ডাকি
    কিরণ-আমির
   সম উদ্বেগে হুঙ্কারিল প্রবীণ নাসির
...

এবার?

সেদিন সে মানুষটা বুঝেছিল
    চলতে গেলে বিঁধছে কোথায় কাঁটাটা।
   খালি পায়ে এ দেশের মাটিতে হেঁটে হেঁটে
...

পড়বে যখন

তুমি বোধহয় রাস্তা বানাতে চেয়েছিলে

তুমি বোধহয় পূর্বদিকে হাঁটতে চেয়েছিলে
...

ভারতবর্ষ

তারপর তারা দুজনে
কোনো পায়রা, ঘুঘু, চামচিকে ওড়া জীর্ণ জনহীন প্রাসাদে
বাস্তুসাপ, মাকড়সা, আরশোলা, ব্যাঙ নিয়ে বসবাস করবে
...

আচমকা

যখন তখন
যেখানে সেখানে
যার তার সাথে
...

তুলনা

সেদিন রাতে তো মাঠ, রাস্তা, পুকুর,
  নারকেল, আম, অশ্বত্থ, কৃষ্ণচূড়া সব গাছগুলো
          জ্যোৎস্না হয়ে দাঁড়িয়েছিল
...

কত দেরি?

পাঁচিলটা গোল
   ওপারে যাওয়া যায় না

আকাশটা উঁচু,
...

না, কিছু না

ঈশ্বর
 মানুষ হতে হতে
   অবতার হতে হতে
      ধর্মের তর্ক-বিতর্ক শুনতে শুনতে
...
Subscribe to কবিতা