সৌরভ ভট্টাচার্য
9 May 2020
অবশেষে লোকটা মারা গেল
একদল বলল
লোকটা তেষ্টায় মারা গেল
লোকটা তেষ্টায় মারা গেল
আরেকদল বলল
তা তো না,
লোকটা জল না পেয়ে মারা গেল
তা তো না,
লোকটা জল না পেয়ে মারা গেল
এই নিয়ে চলল তুমুল তর্ক
যাকে বলে বিতণ্ডা। যাকে বলে ডিবেট।
যাকে বলে বিতণ্ডা। যাকে বলে ডিবেট।
একদল এমন উচ্চস্বরে সহানুভূতি জানালো
মৃত লোকটা পরলোকে যেতে যেতে
একবার ভুরু কুঁচকে তাকালো ফিরে
"কারা কাঁদে?
না, আগে তো দেখিনি কোনোদিন।
এত ভালোবাসা চেপে ছিল বুঝি অ্যাদ্দিন!"
মৃত লোকটা পরলোকে যেতে যেতে
একবার ভুরু কুঁচকে তাকালো ফিরে
"কারা কাঁদে?
না, আগে তো দেখিনি কোনোদিন।
এত ভালোবাসা চেপে ছিল বুঝি অ্যাদ্দিন!"
অন্য দল তখন অভিযোগের পর অভিযোগে
নাস্তানাবুদ নিজেরা, প্রতিপক্ষও
নাস্তানাবুদ নিজেরা, প্রতিপক্ষও
পরলোকগামী সে, আবার ফিরে চাইল
"না, এরাও নয় চেনা।
এত ভাবনা আমাদের জন্য!
বাবা গো বাবা!
জ্যান্তে জানিনি তো অ্যাদ্দিন!"
"না, এরাও নয় চেনা।
এত ভাবনা আমাদের জন্য!
বাবা গো বাবা!
জ্যান্তে জানিনি তো অ্যাদ্দিন!"
লোকটা একবার ভাবল ফিরবে
হয় তো ফিরত
হয় তো ফিরত
তবু কেন জানি ফিরল না
হয় তো
লজ্জা লাগছিল
হয় তো
লজ্জা লাগছিল