সৌরভ ভট্টাচার্য
20 April 2020
আমি পারফেক্ট নই
অঙ্ক বা পদার্থবিদ্যার সূত্রের মত
কিম্বা জীবন জুড়ে ঘটে চলা নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মত
আমি আবর্তনশীল, ধ্রুব, প্রশ্নহীন অস্তিত্ব নই
অঙ্ক বা পদার্থবিদ্যার সূত্রের মত
কিম্বা জীবন জুড়ে ঘটে চলা নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মত
আমি আবর্তনশীল, ধ্রুব, প্রশ্নহীন অস্তিত্ব নই
আমি পারফেক্ট নই
আমার সুসজ্জিত পাঁজরের তলায় যে হৃদয়
স্কুলপালানো অভদ্র বেয়াদব সে
তার না আছে গুরুমশায়, না বন্ধু, না ঈশ্বর
স্কুলপালানো অভদ্র বেয়াদব সে
তার না আছে গুরুমশায়, না বন্ধু, না ঈশ্বর
আমি পারফেক্ট নই
আমার বুকের শক্ত স্টারনামের নীচে যত আবেগ
দুর্বল নয়, ভীরু নয়
কোমল
অসুরক্ষিত, বেমানান, আদিম
দুর্বল নয়, ভীরু নয়
কোমল
অসুরক্ষিত, বেমানান, আদিম
আমি পারফেক্ট নই
আমার যত ভুল
নদীর মত নিরবচ্ছিন্ন তারা
ঠিক বলতে যা বোঝায়
বিচ্ছিন্ন দ্বীপের মত এখানে সেখানে
অনুর্বর
নদীর মত নিরবচ্ছিন্ন তারা
ঠিক বলতে যা বোঝায়
বিচ্ছিন্ন দ্বীপের মত এখানে সেখানে
অনুর্বর
আমি পারফেক্ট নই
তবু একটা অদম্য, বল্গাহীন,
প্রতিযোগিতাহীন
বিশ্রামহীন জীবন
হাতের মুঠোয়
প্রতিযোগিতাহীন
বিশ্রামহীন জীবন
হাতের মুঠোয়
ফুরিয়ে যাচ্ছে
অবহেলায়, অপরিচর্যায়
অবহেলায়, অপরিচর্যায়
চারদিকের ত্রুটিহীন নিয়মচর্যার
নিশ্চিদ্র নির্ভুল কারাগারে
নিশ্চিদ্র নির্ভুল কারাগারে
অনেকবার অন্তর্যামীকেও ঘুমিয়ে পড়তে দেখেছি
ক্লান্তিতে, ভয়ে, আত্মপ্রতারণার শ্রান্তিতে
ক্লান্তিতে, ভয়ে, আত্মপ্রতারণার শ্রান্তিতে
তবে আজ অবধি ভেসে আসা
আমার জীবনের
প্রতিটা মুহূর্তের সাক্ষী কে?
আমার জীবনের
প্রতিটা মুহূর্তের সাক্ষী কে?
এক সংঘাত
জড়ের কূলে চেতনার ঢেউ
প্রতিক্ষণে যা উঠছে ভাঙছে
জাগছে, জাগাচ্ছে
প্রতিক্ষণে যা উঠছে ভাঙছে
জাগছে, জাগাচ্ছে
সে
আমি মৃত্যুর মত ধ্রুব নই
আমি পারফেক্ট নই