সৌরভ ভট্টাচার্য
12 June 2020
আমি যদি বলতাম
একটা গাছও উপড়ে যেতে দেব না
একটা গাছও উপড়ে যেতে দেব না
আমি যদি বলতাম
একটা শিশুকেও হারিয়ে যেতে দেব না
একটা শিশুকেও হারিয়ে যেতে দেব না
আমি যদি বলতাম
একটা নারীকেও ধর্ষিত হতে দেব না
একটা নারীকেও ধর্ষিত হতে দেব না
আমি যদি বলতাম
একটা উদরও অন্নহীন রাত দেব না
একটা উদরও অন্নহীন রাত দেব না
আমি যদি বলতাম
একটা ধর্মকেও পাঁচিল তুলতে দেব না
একটা ধর্মকেও পাঁচিল তুলতে দেব না
আমি যদি বলতাম
একটা বর্ষাকেও অনুর্বর জমি দেব না
একটা বর্ষাকেও অনুর্বর জমি দেব না
আমি যদি বলতাম
একটা প্রেমকেও স্বহননের অনুমতি দেব না
একটা প্রেমকেও স্বহননের অনুমতি দেব না
তবে চারিদিকে আজ এত
বিষবাষ্প জমত না,
বারুদ জমত না।
ওরাও মঞ্চ থেকে এত
মিথ্যার লুট দিত না।
বিষবাষ্প জমত না,
বারুদ জমত না।
ওরাও মঞ্চ থেকে এত
মিথ্যার লুট দিত না।
কিন্তু বাস্তবে
আমরা বললাম না তো