সৌরভ ভট্টাচার্য
16 May 2020
এখনই শান্তিপর্বের কথা কেন?
এখনও ভীষ্ম আসেননি যে কুরুক্ষেত্রে
শরশয্যায় খুঁজছ কাকে?
এখনও ভীষ্ম আসেননি যে কুরুক্ষেত্রে
শরশয্যায় খুঁজছ কাকে?
এই তো সবে পাশাখেলা হল শুরু
সবে দুঃশাসন গেল
দ্রৌপদীকে আনতে
ভরা সভায়,
দাঁড়াও, এখনই এত লজ্জা কেন?
আরো তো আছে অনেক বাকি
অনেক লজ্জা...
সবে দুঃশাসন গেল
দ্রৌপদীকে আনতে
ভরা সভায়,
দাঁড়াও, এখনই এত লজ্জা কেন?
আরো তো আছে অনেক বাকি
অনেক লজ্জা...
আমাদেরই মধ্যে পক্ষ ভাগাভাগি হতে চলেছে গোপনে,
ইতিহাস জানাবে আগামী প্রজন্মকে
আমরা কে ছিলাম কোন পক্ষে
ইতিহাস জানাবে আগামী প্রজন্মকে
আমরা কে ছিলাম কোন পক্ষে
দাঁড়াও, সবে তো শুরু যুগপরিবর্তনের
'কালের যাত্রার ধ্বনি'
না শুনে পার পাবে ভেবেছ?
ভেবেছিলে এড়িয়ে পার পাবে
ডাক পড়বে না বুঝি,
তৈরি হও।
অকারণ অনুপাত রাখছ -
মৃতের জীবিতের,
সময় গুনছ কড়ে,
'কালের যাত্রার ধ্বনি'
না শুনে পার পাবে ভেবেছ?
ভেবেছিলে এড়িয়ে পার পাবে
ডাক পড়বে না বুঝি,
তৈরি হও।
অকারণ অনুপাত রাখছ -
মৃতের জীবিতের,
সময় গুনছ কড়ে,
কড় ফুরিয়ে যাবে
সব শূন্য হবে,
নিয়তি জেনো অযত্নেও বাঁচে।
সব শূন্য হবে,
নিয়তি জেনো অযত্নেও বাঁচে।