সৌরভ ভট্টাচার্য
28 May 2020
আমি হারাইনি কিছু
রেখেছি মরমে যতনে
প্রকাশ্যে কিছু
কিছু গোপনে
রেখেছি মরমে যতনে
প্রকাশ্যে কিছু
কিছু গোপনে
কিছু রেখেছি আমার স্মরণে
বাকি যা কিছু আছে বিস্মরণে
বাকি যা কিছু আছে বিস্মরণে
কিছু রেখেছি আমার জাগরণে
আরো যা কিছু আছে স্বপনে
আরো যা কিছু আছে স্বপনে
কিছু রেখেছি আমার জীবনে
অবশিষ্ট যা কিছু
জানি
রয়ে যাবে ওরা মরণে
অবশিষ্ট যা কিছু
জানি
রয়ে যাবে ওরা মরণে
আমি হারাইনি কিছু
রেখেছি মরমে যতনে
প্রকাশ্যে কিছু
আর যা কিছু -
থাক গোপনে
রেখেছি মরমে যতনে
প্রকাশ্যে কিছু
আর যা কিছু -
থাক গোপনে