Skip to main content
 
আমি এমন মানুষের সাথে মাইলের পর মাইল হেঁটেছি
 
যে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠেছে
    দেখো কেমন বিস্তীর্ণ সবুজ মাঠ
 
যে হিমালয়ের আঁকাবাঁকা পথে হাঁটতে হাঁটতে বলে উঠেছে,
   এদিকে সরে এসো, দেখছো না কি বড় বড় ঢেউ
 
যে গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে বলেছে
   তুমি ফুটপাথ থেকে নেমে এলে কেন?
 
এমন মানুষের সাথে হেঁটেছিলাম কয়েক শো মাইল
    যতদিন না সবটুকু ভালোবাসা ফুরিয়ে আসে
      যতদিন না সবটুকু মোহ
              শরতের মেঘের মত হয় শুষ্ক
 
যে মানুষটা নগ্নতাকে ভালোবাসাহীন করে তুলতে পারত
 
সে মানুষটার সাথে হেঁটে আসা পথের মানচিত্র আমায় বলে
           কি পেলে তবে?
 
আমি প্রসন্ন চিত্তে বলি,
        তোমায়,
           মিথ্যাকে
              মিথ্যা জানার সুখে

Category