সৌরভ ভট্টাচার্য
12 May 2020
অবশেষে বুঝিলাম স্বনির্ভর হইয়া,
আপনারে বাঁচাইবার পথ আপনি খোঁজো গিয়া,
আপনারে বাঁচাইবার পথ আপনি খোঁজো গিয়া,
প্রাক্তন এ ভাষণ পূর্বে AIIMS প্রবেশিয়া
আপনার কর্ণ মন রাখেন আবরিয়া
আপনার কর্ণ মন রাখেন আবরিয়া
আমাদের গতি নাই, শুনে শুনে ভাবি
কি প্রাণ-জল ব্যাখ্যা করো ওহে দেশপতি
কি প্রাণ-জল ব্যাখ্যা করো ওহে দেশপতি
স্বনির্ভর হইয়াছে শ্রমিক আপনার পদে
যাতনা, মৃত্যু তারে ঘেরে পথে পথে
যাতনা, মৃত্যু তারে ঘেরে পথে পথে
তবুও গর্বিত ভারত অতীত মহান
যেই শুনে, যেই গাহে সেই পুন্যবান
যেই শুনে, যেই গাহে সেই পুন্যবান
কল্পলোকে ভারতমাতা কামধেনু বটে
বাস্তবে যা চিত্র মাতা নাহি তব দিঠে
বাস্তবে যা চিত্র মাতা নাহি তব দিঠে
আশা বলো, প্রাণ বলো - ন্যায় নাহি যেথা
ভাইরাস রাখেও যদি,
মানহীন মৃত্যু রোধে কেবা?
ভাইরাস রাখেও যদি,
মানহীন মৃত্যু রোধে কেবা?