Skip to main content

তুমিই থেকো

আমার রাতের ঘুমের পাশে
      শুধু তুমিই থেকো
আমার ঘুমন্ত আলতো হাতের মত
   নিজেকে একমাত্ৰ
      তোমার বুকেই রাখতে পারি নিশ্চিন্তে

যে তোকে দেয় কাঁটার জ্বালা

যে তোকে দেয় কাঁটার জ্বালা
   তাকে ফিরে দিস ফুল
তোর কাছে সে যদিও ফুল রে
   তার কাছে তা ত্রিশূল


[মূল দোঁহাঃ
जो तोको काँटा बुवे ताहे बोव तू फूल।
तोहे फूल को फूल है ताहे है तिरसूल।।]

[ছবিঃ দেবাশীষ বোস]

বলো না

আমার জন্য
   বুকের আঁচল খসিও না
    জুতো খুলে কাদা রাস্তায় নেমো না
       আলো ছেড়ে অন্ধকার রাস্তায় হেঁটো না

আমার সন্দেহ হবে নিজেকে,
             তোমায় না

ভুল হল কোথায়?

এসে আছো

আমায় তুমি খুঁজে নেবে,
              এ আমার বিশ্বাস
উতলা নই
   বুকের ছন্দে রক্ত দোলায়
                তোমার আশ্বাস
আসার আগেই এসে আছো
    সাক্ষী?

Love

Love...
What number of words
Seek shelter in your single breath,
In a single spell,
my love?
One life passed by,
In a blissful glee...
Soothed by your touch,
So momentary...
I failed to fathom
The depth of your heart....
Our lively days
Just fell apart..
One lone question,
Storms my mind..

ভালোবাসা

ভালোবাসা
    তোমার একটি শ্বাসের উচ্চারণে
            কত শব্দের বাস?
জন্ম গেল
    ক্ষণিক স্পর্শ পেলাম তোমার
  না পেলাম বোঝার অবকাশ!
    হ্যাঁ গো,
        তুমিই কি তবে পরজনমের আশ?

অপেক্ষায়

অপেক্ষায় কেউ থাকে না, আয়না ছাড়া
অভিমান কেউ ভাঙায় না, বৃষ্টি ছাড়া

(ছবিঃ সমীরন নন্দী)

শিক্ষক দিবস

"এখনকার ছেলেমেয়েরা স্যারেদের আগের দিনের মত সম্মান করে না। আগে হাজার মারধর করো মুখে 'টুঁ' শব্দ করত না। আগেকার দিনে পড়াশোনাও অনেক ভালো ছিল এখনকার থেকে। এখনকার মত এত নোটস মুখস্থ, টিউশান পড়ার ধুম ছিল না। স্যারেরাও স্কুলে খুব ভালো পড়াতেন। ওতেই সব হয়ে যেত।"

তুমি কি চেয়েছিলে?

ওরা বলল, আজ থেকে তুমি সন্ত।
     এ দূরের কথা না কাছের?
       ভয় করছে আমার
মা ডাকের চেয়ে আপন ডাক কি সন্ত?
   তাও কি কখনো হয় রে মা?!

Subscribe to