Skip to main content
buddha

হিংসা কথা নয়। বাস্তব।

অমৃত বাস্তব নয়। কথা। তত্ত্ব।

 

মানুষ বাস্তব নয়।

কল্পনা নয়।

বাস্তব ও কল্পনার মিলনস্থল।

 

মানুষ। অমৃত নয়। বিষ নয়।

মানুষ বিষের পাত্রে অমৃত।

 

সেদিন কেউ কেউ বলেছিল

অস্ত্র রাখো।

কেউ কেউ শুনেছিল।

কেউ কেউ শোনেনি।

 

মানুষ অসুর নয়।

দেবতাও নয়।

 

তবু মানুষে মানুষে দ্বন্দ্বে

জাগে অসুর।

কখনও জাগে দেবত্ব।

 

Category