একা
প্রতিটা মানুষ একা একা স্নান করে
ঢেউয়ে দোলে, নোনাজল খায়, সাঁতার কাটার চেষ্টা করে -
ফুরসত
তোমায় ভাবতে ভাবতে
দেখতে দেখতে
শুনতে শুনতে
যদি ফুরসত মেলে তো ভাবব
কেন তোমায় ভেবেছিলাম
পদ্মাবতী
আসতে দাও
ওরা আসুক
বারণ কোরো না
জানলার পর্দা সরিয়ে দাও
হাওয়া আসুক, রোদ আসুক
ফিরিয়ে দিও না
দরজাটা পুরো খুলে রাখো
কাদের যেন আসার কথা আজ!
তেমন কিছু না
তেমন কিছু না
তেমন কিছু না
মানে তেমন বড় কিছু না তো
মনের মধ্যে ঢুকলে বালাই
মনকে বেঁধে, চরকি কাটিয়ে
সন্ন্যাসী দেখো কি আনন্দে
সারাদিন তার পালাই পালাই
তাই বলছি, তেমন কিছু না
তেমন কিছু না তো
তেমন বড় কথা হলে-
বলা-কওয়া তবু যেত
ধাপ্পা
ইকিড়মিকিড়
কারোর আঙুলে ডাক নেই তোর?
আগডুম বাগডুম
খেলায় ডাকে না কেউ?
"উবু উবু আব্বুলিশ"
তুই একা একা ছাদে ঘুরিস?
কিত কিত কিত
তুই উঠান পাবি কই?
একদিন আমারও একজন 'মা' ছিল
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমিও শান্ত সুখী ছিলাম
আজ নই
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমারও খেলে পেট ভরত
একদিন আমারও শুলে ঘুম আসত
একদিন আমারও জামা নতুন হত
আজ কই?
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমারও চোখ শুকনো থাকত
আজ কই?
মানুষ
সদ্যোজাত মানুষের পাশে
মানুষকেই দেখেছি প্রসন্ন মুখে
কোনো দেবতাকে নয়
মৃত মানুষকে কাঁধে নিয়ে
মানুষকেই দেখেছি সাশ্রুনয়নে
কোনো দেবতাকে নয়
যোঝাযুঝি
হাত ডুবিয়ে স্রোত ছুঁয়ে থাকি
মুঠো তো করি না,
তল পাওয়ার লোভে
যোঝাযুঝিও না
কাকচক্ষু
সেদিন আমায় কে একজন জিজ্ঞাসা করল,
"আচ্ছা, এতদিনের সম্পর্কে আপনারা কি পেলেন?"
ভাবলাম কথাটা।
তাই তো, কি পেলাম?
না তো তোমায় নিয়ে বিদেশ গেছি
না তো একখানা কবিতার বইও তোমার নামে উৎসর্গ করেছি
না প্রাসাদ গড়েছি
না তো আমরা হীরে জহরতে ঢেকে গেছি