সৌরভ ভট্টাচার্য
28 April 2018
পাখি কখনও উদ্বাস্তু হয় না
উদ্বাস্তু হয় মানুষ
কেঁচো কখনও মথ হয়ে ওড়ে না
ভিটে হারিয়ে মথ হয়ে যায় মানুষ
কুকুর শুকায় চেটে চেটে ঘা
গ্যাদগেদে ঘা লুকিয়ে হাঁটে মানুষ
গাছ কখনও উলঙ্গ হয় না
কাঁটাতারে ছিঁড়ে উলঙ্গ হয় মানুষ
শিকড় কখনও আকাশ হারায় না
শিকড় খুঁজতে আকাশ ভোলে মানুষ