সৌরভ ভট্টাচার্য
20 April 2018
তোমার আমার মধ্যে
নীড় আর আকাশের ব্যবধান
খড়কুটো দিয়ে বানানো বুকে
রুদ্ধ কবিতার ডানার ঝাপট
রুদ্ধ কবিতার ডানার ঝাপট
তুমি আকাশ হয়ে এলে
ডানা মেলে উড়ে এলো ওরা
দিলে অখণ্ড অবসর
ডানা মেলে উড়ে এলো ওরা
দিলে অখণ্ড অবসর
কয়েক বিন্দু নীলাভ স্নেহ
পালকে লেগে এলো ফিরে
আমার নীড়ে
পালকে লেগে এলো ফিরে
আমার নীড়ে
আমার প্লাবিত নীড়
তোমার আকাশ চোঁয়ানো প্রেমে
শাহরিয়ার
তোমার আকাশ চোঁয়ানো প্রেমে
শাহরিয়ার
(কবিতার স্বার্থেই, 'তুমি'। নইলে 'আপনি'। মার্জনা করবেন)