Skip to main content
 
 
তোমার আমার মধ্যে
     নীড় আর আকাশের ব্যবধান
 
খড়কুটো দিয়ে বানানো বুকে
   রুদ্ধ কবিতার ডানার ঝাপট
 
তুমি আকাশ হয়ে এলে
   ডানা মেলে উড়ে এলো ওরা
            দিলে অখণ্ড অবসর
 
কয়েক বিন্দু নীলাভ স্নেহ
      পালকে লেগে এলো ফিরে
 
           আমার নীড়ে
 
আমার প্লাবিত নীড় 
   তোমার আকাশ চোঁয়ানো প্রেমে
         শাহরিয়ার
 
(কবিতার স্বার্থেই, 'তুমি'। নইলে 'আপনি'। মার্জনা করবেন)

Category