সৌরভ ভট্টাচার্য
17 April 2018
এমন তো নয় আমার গলার শিরাগুলো ফেটে রক্তগঙ্গা বয়ে হয়ে গিয়েছি রক্তশূন্য
এমন তো নয় পৃথিবীর শেষ বিচারের দিন ঘোষণা হয়ে গেছে
এমন তো নয় ব্যালেট বাক্সে আমার হাত পড়বে না আর কোনোদিন
এমন তো নয় তোমার হুঙ্কারের কম্পনে রিখটার স্কেল পর্যন্ত ভেঙে গেছে
এমন তো নয় তোমায় ছায়ায় চিরন্তন সূর্যগ্রহণ লেগে আছে
এমন তো নয় পৃথিবীর শেষ বিচারের দিন ঘোষণা হয়ে গেছে
এমন তো নয় ব্যালেট বাক্সে আমার হাত পড়বে না আর কোনোদিন
এমন তো নয় তোমার হুঙ্কারের কম্পনে রিখটার স্কেল পর্যন্ত ভেঙে গেছে
এমন তো নয় তোমায় ছায়ায় চিরন্তন সূর্যগ্রহণ লেগে আছে
দাবানল জেনো স্ফুলিঙ্গেই লাগে
তুমি জানো না জঙ্গলে কত শুকনো পাতা পড়ে অপেক্ষায় আছে এক ছটাক আগুনের
কত শুকনো গাছ আকাশের দিকে শীর্ণবাহু তুলে অপেক্ষায় আছে
প্রেতনৃত্য করবে বলে তোমার চিতা সাজিয়ে
তুমি জানো না জঙ্গলে কত শুকনো পাতা পড়ে অপেক্ষায় আছে এক ছটাক আগুনের
কত শুকনো গাছ আকাশের দিকে শীর্ণবাহু তুলে অপেক্ষায় আছে
প্রেতনৃত্য করবে বলে তোমার চিতা সাজিয়ে
তুমি জঙ্গল দেখেছ
জংলী দেখোনি বিষাক্ত তূণীরে
জংলী দেখোনি বিষাক্ত তূণীরে