সৌরভ ভট্টাচার্য
24 April 2018
কবি, তুমি চলে গেলে
একটা সেতু নির্মাণের কাজ থেমে যায়
একটা সেতু নির্মাণের কাজ থেমে যায়
অসমাপ্ত সেতুতে হাঁটতে হাঁটতে মনে হয়
কোন দ্বীপে যেন যাওয়ার ছিল
সাথে নিয়ে যাওয়ার কথাও তো ছিল আমায়
কোন দ্বীপে যেন যাওয়ার ছিল
সাথে নিয়ে যাওয়ার কথাও তো ছিল আমায়
তবু ফিরে যেতেই হয়
সব সেতুই অসমাপ্ত থেকে যায়
অজানা পাখি উড়তে উড়তে এসে বসে কখনও
সে সেতুর কিনারায়
একমুঠো আকাশ বিশ্রাম করে গোধুলিতে
অসমাপ্ত প্রান্তসীমানায়
সব সেতুই অসমাপ্ত থেকে যায়
অজানা পাখি উড়তে উড়তে এসে বসে কখনও
সে সেতুর কিনারায়
একমুঠো আকাশ বিশ্রাম করে গোধুলিতে
অসমাপ্ত প্রান্তসীমানায়
(আমার অত্যন্ত প্রিয় কবি একজন শ্রদ্ধেয় বেলাল চৌধুরী মহাশয়ের প্রয়াণে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি)