Skip to main content

আজকাল এতটাই আত্মবিশ্বাসী আমরা

হতে চাইলে আদর্শ
হলে পাঁচিল,
  আমায় আকাশ, মাঠ কিচ্ছু দেখতে দিলে না

হতে চাইলে ভীষণ ঠিক, তুলাযন্ত্রের মত,
প্রতিপদে আমায় প্রমাণ করলে ভুল
...

একা দাঁড়িয়ে কাঁদতে শুনেছি

বুঝতে পেরেছি বলে ভালোবাসিনি
ভালোবেসেছি বলে বুঝতে চেয়েছি

কোনো কারণ আছে বলে পাশে থাকতে চাইনি
পাশে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকার অজুহাত খুঁজে গিয়েছি

তুমি খুব সুন্দর - এ কথাটা মন পাব বলে বারবার
...

ঘুমন্ত

ভূত বলে কিছু হয় না।
সেই তো।
আপনি বিশ্বাস করেন?
না তো।
চলুন, গড়ের মাঠে হাওয়া খেয়ে আসা যাক।
কিন্তু ওদিকে এখন অনেক মানুষ তো?
...

মহাকালের মত

যদি বলা হয়ে গিয়েছিল
  তবে আবার ফিরে এলাম কেন?
যদি বলা হয়নি
   তবে চলেই বা গিয়েছিলাম কেন?

তুমি ফিরে যাওয়ার পর
...

ভ্রমারাম

গোঁসাইকে জিজ্ঞাসা করলাম,
   "গোঁসাই গেলে না সেখানে?"

গোঁসাই বলল, "না গো, তিনি তো আছেন সর্বত্র,
    প্রকাশ শুধু সত্য করুণা যেখানে"

গোঁসাইকে বললাম, "তবে কি সিংহাসনে এখনও রাখা খড়ম?"
...

ভিজে

মৃত্যু
  একা একা
   হাঁটতে হাঁটতে
    ঘুরতে ঘুরতে

  কখন যে কাকে বলে
...

কর - তালি

চুপ। চুপ। চুপ। বিচার চলছে।

ভালোবাসা?

না মতলব?

কাম?
...

যতটা জুড়ে

আমার যতটা জুড়ে শরীর, যতটা জুড়ে মন
ততটা জুড়ে বিজ্ঞান

আমার যতটা জুড়ে ভয়, যতটা জুড়ে আশঙ্কা, ততটা জুড়ে ধর্ম

আমার যতটা জুড়ে ভালোবাসা, যতটা জুড়ে সুখ
...

আমার অস্তিত্বের ধ্রুবতারা

হতে পারে তুমি বেখেয়ালি
হতে পারে তুমি পার্ফেক্ট নও
হতে পারে তুমি তুখোড় বুদ্ধিমান নও
হতে পারে তুমি আমার সব মুশকিলে
...

রুমালচোর

এ যেন রুমাল চোর খেলা চলছে
তুমি আমি সবাই সতর্ক
  রাতদিন দিনরাত
আড়চোখে, খোলাচোখে
...
Subscribe to কবিতা