সৌরভ ভট্টাচার্য 24 February 2021 - ঈশ্বরের নিবাস কোথায়, বিশ্বাসে না সংশয়ে? - দুই খানেতেই - শুভবুদ্ধি জাগে কই, ভালোবাসায় না ভয়ে? - দুই খানেতেই - ভালোবাসার বাস চেতনায় না অন্ধকারে? - দুই খানেতেই - আচ্ছা মুশকিল। একটা কিছু ঠিক করে তো বলো। সত্যটা তবে কই? - দুই খানেতেই Category কবিতা Log in or register to post comments3 views