সৌরভ ভট্টাচার্য
4 March 2021
আসলে আমরা কেউ স্বীকার করতে চাইছি না
আমরা আলো হারিয়েছি
আমরা যে যার মত
ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডি টেনে
নিজেদের অন্ধকার উদযাপন করছি সোল্লাসে
কেউ আলোর কথা বলতে চাইলে বলছি
এই তো.... এই যে আলো...
সামনে পিছনে
একটা গতিমান অন্ধকারের স্রোত
ভালো করে দেখলে আসলে যা ঘূর্ণি
কেউ ভালো করে দেখতে চাইছি না
আলোর প্রসঙ্গ ভুলে
এই প্রচণ্ড অন্ধকারে
তবু একটা প্রদীপ খুঁজে বেড়াচ্ছি
কারণ পুরোপুরি ভুলে থাকা যাচ্ছে না যে!
কেউ যেন লিখেছিল
জেলখানার অন্ধকারে বসে
অর্ধনগ্ন শরীরে
"আমি দেখেছি
প্রতিটা অন্ধকারের গভীরে থাকে আলো...."
সেই বিশ্বাসে অন্ধকার খুঁড়ে যাচ্ছি
খুঁড়ে যাচ্ছি....খুঁড়ে যাচ্ছি..