Skip to main content

আমার পুরী যেতে ভালো লাগে না
   সারাদিন সমুদ্রের একটানা গর্জনে 
       আমার তোমার কথা মনে পড়ে 

আমার লাভা, লোলেগাঁও, দার্জিলিং, কালিম্পং যেতে ভালো লাগে না
    কুয়াশায় ঢাকা স্থির নিশ্চল পাহাড় দেখতে দেখতে
     আমার তোমার কথা মনে পড়ে 

আমার ডুয়ার্স যেতে ভালো লাগে না
     জঙ্গলের কোলে শোয়া আদুরে ছায়ায়
        আমার তোমার মুখটা মনে পড়ে 

আমার পুরুলিয়া যেতেও ভালো লাগে কই?
     রুক্ষ পাহাড়, পলাশের দৌরাত্ম্যে 
         আমার তোমার কথা মনে পড়ে

আমার এখন আর কোথাও যেতে ভালো লাগে না
   ঘরে থাকতেও না
       আমার রাতদিন শুধু তোমার কথা মনে পড়ে
           শুধু তোমার কথা মনে পড়ে

Category