Skip to main content

ভারতবর্ষে কে না সেক্যুলার, ধনি?
আমরা সবাই সেক্যুলার
নিজের মত করে সবাই সেক্যুলার

আমাদের মন্দির মসজিদ গীর্জা সব সেক্যুলার 

স্কুলের সরস্বতীপুজো থেকে
    থানায় কালীপুজো
        কারখানায় বিশ্বকর্মা 

         সব সেক্যুলার 

আমরা আজন্ম সেক্যুলার ধনি
      আজন্ম সেক্যুলার 

তুমি মতামত আর ইচ্ছার 
       পার্থক্য বোঝো না কেন ধনি? 

তসলিমা সিদ্ধান্ত
    শান্তি রাখার জন্য সেক্যুলার 
রুশদিও তো তাই ছিল ধনি

আমরা মতামতে সবাই সেক্যুলার ধনি
     ইচ্ছায় খানিক এদিক ওদিক 
          অবশেষে সব সেক্যুলার 

এর ওর ভাষণে ভয় কি ধনি?
   অবশেষে আমরা সবাই সেক্যুলার 
কোথাও সেন্সরড
       কোথাও আনসেন্সরড 
                        সেক্যুলার 

তুমি ঘুমাও ধনি
     অত ভেবো না
         অত বিচারে যেও না

বিশ্বাস রাখো
সব শেষে
      আমরা আমাদের মত করে
            সবাই সেক্যুলার

কখনও এদিক ঢলে
    কখনও ওদিক ঢলে
        অবশেষে আমরা সবাই সেক্যুলার

Category