Skip to main content

আর না

দশের বোঝা টানতে টানতে শিরদাঁড়া
বেঁকে গেল যার,
তিনিও এককালে সুন্দরী ছিলেন।
...

চেনা মানুষ

যে কোনো দিকেই যেতে পারি, জানি।
তবু সেই চেনা মানুষটা কোন দিকে থাকে, জানো?
সেই দিকটাই খুঁজছি কবে থেকে।
...

তোমার পাশে

তোমার মন্দিরের স্তবে আমার প্রাণের সুর
যায় হারিয়ে।
তাই মন্দিরের পথ ছেড়ে দীঘির ধারে বসি, একা।

কান্তাচার্য্য ও মুকুন্দ

মুকুন্দ চায়ের দোকানে বসে চায়ে নুন মেশাচ্ছে। এরকম মুকুন্দ প্রায়ই করে। বিশেষ করে রেগে গেলে বা মন খারাপ থাকলে।
   মুকুন্দ তবলা শেখায়। শ্যামনগরের একটা গ্রামেই তার বাড়ি আর বাড়িতেই স্কুল। 'আসুন তবলা বাজাই' - তার স্কুলের নাম। তার বয়স পঁয়ত্রিশ কি ছত্রিশ হবে। খুব লাজুক প্রকৃতির ছেলে।
...

তপস্যা

জীবনে একটা চাওয়া থাক, অপেক্ষা করে চিরকাল।
তার থেকে অপেক্ষার মাধুর্য্য কেড়ে নিও না।
বোলো না আমার কালকেই চাই, কি পরশু,

শর্মিলাকে

চিন্তাতে তৈরি হয় ভিন্নমত।
তাই যারা চিন্তা করতে পারে
তাদের নিয়ে ভয় ওদের চিরকাল,
ওদের ছেড়ে রাখতে ভরসা পায় না ওরা।
...

ভাগ্য

সেদিন ফুলের মধুর সাথে পাঁপড়ির তুমুল ঝগড়া-
কার টানে আসে প্রজাপতি, মধু না পাঁপড়ি?
...

কি হবে বলে?

আমার জন্য কাউকেই অপেক্ষা করতে
বলিনি কোনদিন।
কি হবে বলে?
...

তার চেয়ে

সবাই বলল-
ওই শিউলি গাছটা উপড়ে ফেল,
ওখানে লাগাও আলফানসো আমের চারা
...

ইচ্ছা হলেই?

তুমি হাঁটতে পারো, ছুটতে পারো,
বসতে পারো, শুতেও পারো,
Subscribe to