Skip to main content


কখনো কখনো নিজেকে অন্য লোক মনে হয়,
খুব অচেনা
মনে হয় কোনো গভীর জঙ্গলে একা চলে এসেছি,
আমার পাশের মানুষগুলোর সাথেও যেন
কোনো সম্পর্ক নেই
আমি পর্যটক
কবে বেরিয়েছি, কোন দেশ থেকে কিচ্ছু মনে নেই


এরা কারা?
কোথায় আছি?
কেন আছি?
কোথায় যাব? কার কাছে?


চুপ করে দুরে সরে থাকি সবার থেকে
নির্বাক শ্রোতা


আবার সব ঠিক হয়, সব গুছিয়ে যায় নিজেই
বাইরে থেকে বোঝার উপায় নেই
ভিতরে একটা ভুমিকম্প হয়ে গেল


সব শান্ত হয়ে গেলে ভাবি-
"আমি' বলতে নিজেকে যা বুঝি
তার চেয়ে আরো বেশি আছে কি কিছু
বুকের তলায় লুকিয়ে-
আমার জানার আগল পেরিয়ে?

Category