Skip to main content

 
তোমার কাজের কোনো অর্থ বুঝি না
কেন কারোর যাওয়ার এতই তাড়া
                                  জানি না
তবু বিশ্বাস রাখি তোমার বিধানে,
পরম পিতা-মাতা তুমি
সান্ত্বনা রাখি সে বিশ্বাসে
আমার চেনা জানা জগতের বাইরে যে গেল
সে তোমার আশ্রয়ের বাইরে তো নয়!
তুমি দেখো তাকে, রেখো তাকে
তোমার স্নেহে, তোমার প্রেমে
আর কি চাইব?
আমিও আসব জানি এ সংসার ছেড়ে
চিরকালের থাকা তো কারোরই এখানে নয়,
শুধু শক্তি দাও
শোককে করতে জয়
তোমার চরণে হয়ে স্থির
হয়ে নির্ভয়।

Category