Skip to main content

কয়েকটা তারা চিনি
কয়েকটা গাছ চিনি
আর চিনি কয়েকটা পাখি

কয়েকটা পথ চিনি
কয়েকটা গ্রাম চিনি
আর চিনি কয়েকটা শহর

কয়েকটা পাহাড় চিনি
কয়েকটা সাগর চিনি
আর চিনি কয়েকটা জঙ্গল

কয়েকটা বসন্ত জানি
কয়েকটা বর্ষা জানি
আর জানি কয়েকটা শীত

কয়েকজন জীবিত মানুষকে জানি
কয়েকজন মৃত মানুষকে জানি
আর জানি নিরুদ্দেশ কয়েকজন

কিছু দুঃখকে বুঝি
কিছু সুখকে বুঝি
আর বুঝি প্রেমের কটা খন্ড

এই নিয়েই জীবন
কি করে বলব
সব জানি, সব বুঝি?

 

Category