Skip to main content
পিছনের দরজাতে কার একটা টোকা-
-কে?
-সংশয়
-কি চাই?
-কিছু প্রশ্নের উত্তর
-পিছনের দরজায় কেন?
-সামনের দরজা বন্ধ
-কে করল
-কানা বিশ্বাস
-তাকে ঠেলে আসতে পারছো না
-সে আমি পারি না
-কে পারে?
-জ্ঞান
-সে কোথায়?
-তোমার প্রদীপের সলতেতে ঘুমিয়ে
-দাঁড়াও জাগাচ্ছি
-তুমি পারবে না
-কেন?
-তোমার দেশলাই ভিজে, এতদিনের স্যাঁতস্যাঁতে ঘরে থেকে
-তবে উপায়?
-আমার আছে চকমকি, ঠুকলেই জ্বলে যাবে
- বেশ ভিতরে এসো

Category