Skip to main content


যতদিন বেঁচে ছিলে, কাছে যাই নি
ভুরু কুঁচকে দাঁড়িয়ে থাকতাম দূরে
যদিও জানতাম, তুমি অনেক বড়
মানতে পারিনি।


যেদিন সব ছেড়ে চলে গেলে, পাশে এলাম
তোমার প্রতিকৃতির পাশে
ফুল দিলাম, সোচ্চারে বললাম-
তুমি ছিলে মহান।


বিস্মিত হলাম
নিজের দ্বিচারিতায়, কেন?
হয়তো জীবন মানেই বুঝি প্রতিযোগিতা, তাই
তা সে সম হোক আর অসম
মানে-বিত্তে, বাইরে-ভিতরে
সমানে-অসমানে ঠান্ডা প্রতিস্পর্ধা!

Category