সৌরভ ভট্টাচার্য
13 November 2014
তোমার সাথে যে কেউ আসুক
আপত্তি নেই।
তোমার বদলে যেন কেউ না আসে
সহ্য হবে না, যেই হোক না
সে হয় না।
অমাবস্যার অন্ধকার থাক ক্ষতি নেই
তবু প্রদীপের আলোয় জোৎস্না খুঁজব না
সে হয় না।
সাগর তীরে ঝিনুক খোঁজা না হোক ভাগ্যে
তার বদলে পুকুর ধারে গুগলি তুলব না
সে হয় না।