তাই হয়
তুমি কি আকুতি ভরা দৃষ্টিকে উপেক্ষা করে, 'না' বলোনি মুখের উপর?
তুমি কি সাহায্য চাওয়া দুটো হাতের সামনেই দরজাটা ধড়াস করে বন্ধ করোনি? ...
Your eyes
Your biography
Like two crystals of frozen anguish ...
প্রাচীনা
যেন খুব আলাদা কিছু বলার ছিল
আলাদা শব্দে,
আলাদা ভাবে,
আলাদা সুরে
বলতে গিয়ে বেরোলো সেই চিরাচরিত ধারা-
তোমার সময়
তোমার সময় তোমার জন্মসূত্রেপ্রাপ্ত সম্পদ। উত্তরাধিকারে পেয়েছো মহাকালের থেকে। কারোর থেকে ধার করে পাওয়া না। তাই তা কখন কিভাবে তা ব্যবহার করবে, তা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত।
কেউ সে সম্পদের ভাগ চাইতে পারে, দাবী করতে পারে না। আর তুমি তা দিতে না চাইলে, সে যদি কৈফিয়েৎ চায়, সে তো নিতান্তই জুলুম!
ভাইফোঁটা
বুকের ভিতর চিচিংফাঁক ...
দিদি-বোনেরা
শোনো নাগো কথা কিছু করি নিবেদন
ফাঁকি
মেয়েটা যতবার মুখ লুকিয়ে কাঁদতে চাইছে, ততবার কয়েকটা চুল মুখের মধ্যে ঢুকে পড়ছে। আবার মাথা তুলে চুলগুলো বার করে কানের পিছনে সরিয়ে, আবার টেবিলে মাথা নীচু করে কাঁদতে শুরু করছে। কাঁদতে কাঁদতেই ভাবছে চুলগুলো আরেকটু ছোট করে কাটবে সামনের বার।
চলো
যে পথে কিছু কাঁকড় এখনো প্রতিশোধ নেবে বলে বুক চিতিয়ে শুয়ে আছে
লোভী
ইচ্ছাগুলোর গলা টিপে
তাদের তাজা উষ্ণ রক্ত দিয়ে
বানাতে গিয়েছিলে নিজের স্মৃতিসৌধ
ভেবেছিলে বিশ্ববাসী প্রদীপ হাতে
প্রতিদিন আনবে শ্রদ্ধার অর্ঘ্য