Skip to main content

মহিলাদের জন্য স্কিন স্পেশালিষ্ট। মহিলাদের জন্য কার্ডিওলজিস্ট। মহিলাদের জন্য অপথ্যালমোজলিস্ট। মহিলাদের জন্য এণ্ডোক্রিনোলজিস্ট। মহিলাদের জন্য নেফ্রোলজিস্ট। মহিলাদের জন্য নিউরোলজিস্ট।
       এর একটাও শোনা? আমি শুনিনি।
       হ্যাঁ ঠিক ভাবছেন, একমাত্র গাইনোকোলজিস্ট, মহিলাদের জন্য। মানে আরকি শুধুমাত্র এক ওই জননতন্ত্রেই শরীর‍ দুটো আলাদা। বাকি? মাত্রার তারতম্য, উপাদানের নয়। যেমন হিমোগ্লোবিন বেশি-কম, পেশির ধারভার বেশি-কম ইত্যাদি।
       এই কথাগুলো কেন হঠাৎ? না আজ নারীদিবস নয়। কোনো ব্রেকিং নিউজও নেই। সব করোনা আর আসন্ন ভ্যাক্সিন নিয়েই ব্যস্ত মোটামুটি আমরা। তবু বলে রাখলাম, অন্তত ডাক্তারি মতে যদি একটু ভাবি যে মাত্র দুটো পৃথক জননতন্ত্রে এতটা পার্থক্য কি করে হল, যেখানে বাদবাকিটা চিকিৎসাশাস্ত্রও আলাদা করতে পারল না।