হারাইনি কিছু
রচনা: সৌরভ ভট্টাচার্য্য
আবৃত্তি পাঠ : সংহিতা ব্যানার্জী
মূল কবিতা
============
আমি হারাইনি কিছু
রেখেছি মরমে যতনে
প্রকাশ্যে কিছু
কিছু গোপনে
কিছু রেখেছি আমার স্মরণে
বাকি যা কিছু আছে বিস্মরণে
কিছু রেখেছি আমার জাগরণে
আরো যা কিছু আছে স্বপনে
কিছু রেখেছি আমার জীবনে
অবশিষ্ট যা কিছু
জানি
রয়ে যাবে ওরা মরণে
আমি হারাইনি কিছু
রেখেছি মরমে যতনে
প্রকাশ্যে কিছু
আর যা কিছু -
থাক গোপনে