Skip to main content


চুপ। চুপ। চুপ।

বিচার চলছে।

ভালোবাসা?

 না মতলব?

কাম?

 না চাতুরী?

ঘটনাটা কি?

হোয়াটসঅ্যাপ জানে

রেকর্ডিং জানে

ছকের মধ্যে হৃদয়

না হৃদয়ের মধ্যে ছক?

পুরুষ করছে বিচার

নারী করছে বিচার

আঙুল মটকাতে মটকাতে

আঙুল তুলছে

আমিকে আঙুল দেখাচ্ছে

তুমি

তুমিকে আঙুল দেখাচ্ছে

আমি

তারপর সব সুযোগ বুঝে

আঙুলগুলো

   পকেটে পুরে

আমি তুমি দাঁত কেলাচ্ছে

আমরা বনাম তোমরা

এসো এসো কাদা মাখি

এসো এসো কাদা ঘাঁটি

ব্যক্তিগত কাদা

সামাজিক কাদা

তুল্যমূল্য বিচার করি

দায়ী করি। দোষী করি।

উল্লাস করি

ঈর্ষা হুতাশে ঘৃত ঢালি

তারপর সব গভীর ঘুমে

মুখ চাপা হাসি রুমালে ঢাকি

কটাক্ষ আমোদ

সব ঢাকাঢাকি

ব্যক্তিগত সব দুষ্টু কথায়

সময় থাকতে চাদর ঢাকাঢাকি

Category