সৌরভ ভট্টাচার্য
24 July 2020
দাদু-দিদা, জ্যাঠা-জেঠি, কাকা-কাকি, মামা-মামী, দাদা-বৌদি-দিদি-বোন, প্রতিবেশী, শুভানুধ্যায়ী প্রমুখেরা কত করে বোঝালেন, ওরে এবার একটা ঘর বসা, মানে বিয়ে কর আর কি। কানেই নিলুম না। মুখপোড়া, হতচ্ছাড়া, জুকেরবার্গের হঠাৎ হল কি? ফেসবুক খুললেই এর-তার মুখের ছবি দেখিয়ে বলে, create your room... তোমার ঘর গড়ো.... কেন রে মেনীমুখো? এই যে আমি হাত-পা ছড়িয়ে, খেয়েদেয়ে, ঘুমিয়ে, সুখে-শান্তিতে আছি, সহ্য হচ্ছে না?!! বলি চাট্টি গপ্পো-কবিতা লিকেচি কি লিকিনি বলে এত বড় বাঁশ দিবি? ধম্মে সইবে? এরকম পেরায় একজন বেহ্মজ্ঞানী মানুষকে কিনা ঘর গড়ার পরামর্শ দিস! সাধে কি তোদের ম্লেচ্ছ বলি আমরা? মনটা ব্রহ্মে ল্যাণ্ড করতে দিবিনি? পেরায় তেনার ছিচরণের হাজা অবধি দেকতে পাচ্চি... হাজা কি করে হল? তা তেনার পায়ে রাশি রাশি তোদের তেলুনী ভক্তির জল ঢালবি তো হাজা হবে নি বাপু! সে কথা ছাড়, যা বলছিলাম, তোদের তো পরজন্মের কথা শাস্ত্রে লেকেনি, তাই যা হোক একটা কিছু করে জন্মটা কাটিয়ে দিলিই হল, আমাদের একটা সংস্কার আছে না? এই যেমন ধর, একজন জ্ঞানী মানুষ বললেন, রামমন্দিরের ভিত্তি স্থাপন হলিই করোনা 'বাপ বাপ' বলে দেশে ছেড়ে পালাবে। কারণ? রাম যুদ্ধু করার একটা মন্দির পাবে। সেখান থেকে স্ট্র্যাটেজি তৈরি হবে। খালি খালি ক্রুশে চড়ে ঝুলে থাকলে এদেশে পুজো পাবেনি চাঁদু, রীতিমতো দশমাথা রাবণরে ঘায়েল করতি হবা নে। হুম... ওসব পোতিবেশীকে নিজের মত ভালোবাসো বলতি গেলে রাবণ কি বলত? বলতো না, তাই তো দাদা তোমার বউডারে নিয়ে এলুম, নিজের মনে করে। তখন যীশু কি জবাব দিত? মুখে ঝামা ঘষে যেত না? তাই আমাদের বীররস। কিন্তু কারেই বা বোঝাই কি-ই বা বলি! হনুমান বিয়ে করেছিল? তোদের দেশের ওই আগডুম বাগডুম ভাবা দার্শনিকগুলো নিকে করেছিল? করেনি, তবে? এমন একডা বেহ্মজ্ঞানী দার্শনিকের কেরিয়ারটা মাঠে মারবি বাবা?
খবরদার, সাবধান করে দিচ্চি, ফেসবুক খুললেই একে তাকে দেখিয়ে বলবিনি 'ঘর গড়ো... ঘর গড়ো...' এমনিতেই যা ঘটছে চাদ্দিকে তার মধ্যে কিনা তুই এর-তার স্ত্রীকে দেখিয়ে দিচ্চিস, বলছিস তাদের নিয়ে ঘত গড়তে? কেন লা? আমারও একটা কেচ্ছা না বার করে শান্তি নেই তোর? যাই হোক, আপনাদের বলে রাখছি, কোনোদিন যদি আমার নামে কিছু শোনেন, জানবেন সব দোষ এই জুকেরবার্গের। ব্যাটা উর্বশী হয়েছেন, আমার সাধন-ভজন সব চোটপাট করতে এয়েচেন। কত মুনি-ঋষি-কবি-আমলা তল পেল না, আমি কি পাব? থাক থাক... হে রঘুবীর, আমায় এই প্রলোভন থেকে রক্কে করো ঠাকুর, হে হনুমানজী, রক্কে করো দাদা..। জয়গুরু জয় create…