Skip to main content
 
মৃত্যু
  একা একা
     হাঁটতে হাঁটতে
         ঘুরতে ঘুরতে
 
  কখন যে কাকে বলে
       চলো
 
সে চলে যায়
 
তার
  সমস্ত কিছু কি নিস্পৃহ
     পড়ে থাকে
সদ্য নতুন ফিতে লাগানো
   পুরোনো হাওয়াই চটি থেকে
        আদরে বোনা আধখানা স্বপ্ন অবধি
 
যেন আসলে তার কিছুই দরকার ছিল না
 
আমাকেও না
 
    গোটা পৃথিবীটা তার মূক স্মৃতি হয়ে
        দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ
            শ্রাবণধারায় ভেজা বটগাছের মত
 
তারপর বৃষ্টি শেষ হলে
   ভিজে ডানা ঝাপটিয়ে
      কাকের মত শোকেরা
           মিলিয়ে যায় দিগন্তে
 
হারিয়ে যায় না

Category