সৌরভ ভট্টাচার্য
25 July 2020
মৃত্যু
একা একা
হাঁটতে হাঁটতে
ঘুরতে ঘুরতে
একা একা
হাঁটতে হাঁটতে
ঘুরতে ঘুরতে
কখন যে কাকে বলে
চলো
চলো
সে চলে যায়
তার
সমস্ত কিছু কি নিস্পৃহ
পড়ে থাকে
সদ্য নতুন ফিতে লাগানো
পুরোনো হাওয়াই চটি থেকে
আদরে বোনা আধখানা স্বপ্ন অবধি
সমস্ত কিছু কি নিস্পৃহ
পড়ে থাকে
সদ্য নতুন ফিতে লাগানো
পুরোনো হাওয়াই চটি থেকে
আদরে বোনা আধখানা স্বপ্ন অবধি
যেন আসলে তার কিছুই দরকার ছিল না
আমাকেও না
গোটা পৃথিবীটা তার মূক স্মৃতি হয়ে
দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ
শ্রাবণধারায় ভেজা বটগাছের মত
দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ
শ্রাবণধারায় ভেজা বটগাছের মত
তারপর বৃষ্টি শেষ হলে
ভিজে ডানা ঝাপটিয়ে
কাকের মত শোকেরা
মিলিয়ে যায় দিগন্তে
ভিজে ডানা ঝাপটিয়ে
কাকের মত শোকেরা
মিলিয়ে যায় দিগন্তে
হারিয়ে যায় না