Skip to main content

চারদিক শান্ত হল

কাশতে কাশতে রক্ত উঠে এলো। ধুতির পকেট থেকে টাওয়েল বার করে মুছে, কল

ওতেই হবে

দরজা, কি জানলার, অল্প একটু ফাঁক পেলেই আলো এসে পড়ে।

এ আবরণ ক্ষয় হবে গো

কয়েকদিন ধরে দেখছি বাঙালিরা বাঙালিদের কাছেই দেশে-বিদেশে বড় অপমানিত হচ্ছেন। প্রতিবাদ

সবাই ভালো আছে

সবাই ভালো আছে

এই, এইমাত্র দেখে এলাম

           বাজারে গিয়েছিলাম


দেখলাম

   ভূষণ পাল, বয়েস ষাট

       বউয়ের ক্যান্সার

   এই তো দেখে এলাম

  ক্যারামের গুটিতে তাক করতে করতে

    খিলখিল করে হেসে উঠল

অবাধ

আমার হাতের বাইরে দিয়ে, আঙুলের ফাঁকের ভিতর দিয়ে তিরতির করে বয়ে যাচ্ছে সময়।

এসেছ কি হেথা...

বহুকাল আগে, কবি আক্ষেপে গেয়ে উঠেছিলেন –

"এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেঁথে গেঁথে নিতে করতালি - মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে, মিছে কাজে নিশিযাপনা"

সেই সুর, অন্য রাগে বাঁধা পড়ল শুনলাম Yashodhara Ray Chaudhuri র একটা লেখায় আজ। তিনি তার অনেক পুরোনো একটা কবিতায় লিখেছিলেন –


'বিশ্বাস, জরুরি, আর বিশ্বাস, সচ্চাই, ধুলোহীন...

স্টাফিং

যখন কাউকে হিংসা করছি, ঈর্ষা করছি, একদম দস্তুর মত নিষ্ঠা নিয়ে নিত্য নিত্য, লহমায় লহমায় তা করে যাচ্ছি, তখন মন তার বাকি সব দায়িত্ব, কর্তব্য, অসম্পূর্ণ কাজ এড়িয়ে

Subscribe to