সৌরভ ভট্টাচার্য
30 May 2015
চারিদিকে এতই যদি-
নজরদারি
খবরদারি
হুঁশিয়ারি
একতারাটার কি যে করি!
কি যে করি!
ফেলেই আসি
হারিয়ে আসি
ভাসিয়ে আসি
না গো না, না গো না
বাইরেই তোর যত শাসন
ভিতরে তুই
আপন ভোলা
সুর পাগলা
প্রেমের আলা।
চল সেখানে
সুরে ভাসি
কেঁদে ভাসি
প্রেমে ভাসি।
ভাসিয়ে ভাসি, ভাসিয়ে ভাসি।
(ছবিঃ সুমন দাস)