Skip to main content

কে যেন বলে গেল-
ভাঙা-তালি জোড়া দিতে দিতে
কত বেলা হল খেয়াল আছে?


মুখ তুলে চাইলাম

কেউ কোত্থাও নেই

আবার শুনলাম-
বাইরে যা পাবে,
তা খণ্ডিত, ক্ষুদ্র, অসম্পূর্ণ।
খোঁজ ভিতরে,
পাবে তাঁকে
যিনি অখণ্ড, মহৎ, পূর্ণ।

অবশ হল শরীর মন
ভাঙা টুকরোগুলো পাড়ে রেখে
নদীতে ডুব দিলাম।

যত ডুবছি তত-
প্রাণ জাগছে
মন জাগছে

উঠে এলাম তীরে।
ভাঙা টুকরোগুলো না জুড়িয়ে
সাজিয়ে রেখেছি।

বুঝেছি,
সব জোড়ানো না গেলেও
সাজানো তো যায়!

Category