Skip to main content

মন খারাপ আমারও করে
তোমারই মত।

মাঝে মাঝে সব ফেলে দিই ছুট-
আমিও ভাবি
তোমারই মত।

মাঝে মাঝে হাতের ঘামে
হাত পিছলে থুবড়ে পড়ি
তোমারই মত।

বেঁচে থাকার অর্থ খুঁজেছি আমিও সেদিন
তোমারই মত।

সব ছেড়ে দিয়ে বাঁচতেই চাই
বেঁচে থাকাটাই সুখ বুঝি আজ
তোমারই মত।

খুব কালো রাত পার হবে ভেবে
পাশবালিশে মুখ গুঁজে শুই
তোমারই মত।

কেউ নেই পাশে, তবু কেউ আছে
এই বিশ্বাসে দু'পা এগোই
তোমারই মত।

তোমারই মত 'কাল' নেই আর
তোমারই মত বুকে হাহাকার
তবুও বন্ধু খুব ভালোবাসি
ওই কচি মুখে একগাল হাসি
জীবন আমায় চাক বা না চাক
লড়াই তবু টিকে থাকবার
দিনের শেষে তবু বলবার-
"আমিও আছি"
তোমারই মত।

Category