Skip to main content

এবার আসলে
পায়ের নূপুর খুলে এসো


তুমি চলে গেলেও
ওদের আওয়াজ যেতে চায় না

এবার আসলে
গায়ে সুগন্ধী দিয়ে এসো না

তুমি ফিরে গেলেও
ওরা আমার চারপাশ ঘিরে ফেরে

এবার আসলে
কোনো কথা বোলো না

তুমি ফিরে গেলেও
কথাগুলো সব এ পাশ ও পাশ ভাসে

আমি তোমার ছায়ায় থাকতে চাই
উপচ্ছায়ায় না।
হয় এ ভাবে এসো
না হয়
ফেরার পথে ধ্বস নামিয়ে দিয়ো।

Category