সৌরভ ভট্টাচার্য
1 June 2015
এবার আসলে
পায়ের নূপুর খুলে এসো
তুমি চলে গেলেও
ওদের আওয়াজ যেতে চায় না
এবার আসলে
গায়ে সুগন্ধী দিয়ে এসো না
তুমি ফিরে গেলেও
ওরা আমার চারপাশ ঘিরে ফেরে
এবার আসলে
কোনো কথা বোলো না
তুমি ফিরে গেলেও
কথাগুলো সব এ পাশ ও পাশ ভাসে
আমি তোমার ছায়ায় থাকতে চাই
উপচ্ছায়ায় না।
হয় এ ভাবে এসো
না হয়
ফেরার পথে ধ্বস নামিয়ে দিয়ো।