সৌরভ ভট্টাচার্য
29 May 2015
জল ভরেছ চোখে?
বেশ হয়েছে।
কাঁদিয়েছিলে আমায় এমন
মুখ বুজে সব সয়ে ছিলুম
রক্ত রাঙা চোখে।
ব্যাথা ভরেছ মনে?
বেশ হয়েছে।
দাপিয়ে ছিলে বুকের ভিতর
ছটফটিয়ে মরে ছিলাম
মনকে নিয়ে মনে।
বলবে বুঝি কিছু?
শুনব না যাও
(যদিও জানি শুনতে হবেই)।
সেদিন, বলব বলে
সুর সেধেছি
গান বেঁধেছি
কই শুনেছ?
পড়ছে মনে কিছু?
আকাশ তোমায় দিলাম ছুটি
বাতাস ওপাশ ফেরো
চাঁদ তারা সব আলো নিয়ে
একটু আড়াল ঘেরো
এবার বলো,
আমার কাঙাল মন
মুখিয়ে আছে ভয়ে ভয়ে
এক ডাকেতেই ঝাঁপ দেবে যে
তার আজ এমন মরণপণ!