Skip to main content

বন্যা


----
শেষ রাতে প্রদীপের বুক পোড়ালো যে আগুন
প্রথম রাতে সে আগুনই ছিল তার প্রেয়সী হয়ে

ভদ্রসত্য

সত্য তবে কি মিথ্যার আয়ুষ্কাল?
    না কি মেঘ চিরে আসা আলো?

অন্ধকারে আমি তুমি সব এক
    আলোতে জাগা তফাতগুলো কি ভালো?

মিথ্যাগুলোই থাক তাই তবে বেঁচে
    মুখে গাই সত্যের জয়

অর্ধসত্য বন্ধুর মত আসে
    পূর্ণসত্যে তাই এত ভাই ভয়!

তবু এলো তো

আমার আজ ভীষণ বিষণ্ণতা
     তোমার জন্য।

তোমার চোখের নীরব ভাষার

তোমার চোখের নীরব ভাষার
নিতল গহিন কথার মাঝে
ডুবতে দেবে?
আকাশছোঁয়া অহং আমার
তুচ্ছ নীরস পাতার মতো,
তোমার স্রোতে ভাসিয়ে নেবে?
হৃদপ্রাসাদের নিচের মহল--
অলিন্দ তার যত্নে খুলে,
পাতাল ছোঁবো,
ডাক পাঠাবো।
তোমার মত আমরা সবাই একাত্মলীন, কৃষ্ণশ্যামা--
আপন মনের আগল খুলে
এই পৃথিবীর রঙ্গ দেখি,
চোখের তারায় সুদূর মায়া

Oh silent eyes

Oh silent eyes
  Shall I take a dip within you?
    To lose my roaring ego
  Like a withered leaf on passing river!
     Let me touch bottom of the heart
       To speak from there
          Like you, where we all are one

রাস্তা থেকে না সরে দাঁড়ালে

রাস্তা থেকে না সরে দাঁড়ালে
     সময়ের পথে
         মাইলস্টোন হয়ে থাকবে
যে যাওয়ার সে যায়-ই
  স্রোতের বাধা তৈরী করলে
         তোমাতে ঠেকে
     শুধু নতুন একটা বাঁকের জন্ম হবে

 

মুক্তপথ

বিশ্বাস আমার ব্যক্তিগত
     গোপনীয় নয়

উপলব্ধি আমার বোধগত
     কুক্ষিগত নয়

প্রেম আমার চিত্তগত
     আত্মগত নয়

মানুষ মাত্রেই উভচর

মানুষ মাত্রেই উভচর
তুমিই শুধু না,
   সময়ে সময়ে আমিও জেনো গুপ্তচর

 

দু'পা

দু'পা পাশেই তো চলতে চেয়েছিলাম
পা দাপিয়ে ধূলো উড়ালে কেন?

তোমার না হয় অনেক দূরের পথ
রাস্তা বাঁকা অনেক চড়াই উতরাই
তবু মাঝপথেতে বসে পড়লে কেন?

রাস্তা আমার খানিক দূর যাক
তোমার সাথে তোমার পাশে থেকে
তারপরেতে যেখানে নেবে বাঁক
আপনি গতি ফিরিয়ে নেব বেঁকে

চলা

মনের কিছু খবর রাখি
   আমার কিছু খবর রাখে মন
বেশির ভাগটাই অন্ধকারের ভাগে
Subscribe to