Skip to main content
kuri

সমুদ্র বলল
 আমায় যে নামেই ডাকো
      আমি তো আমিই

আকাশ বলল
  আমায় যে নামেই ডাকো
       আমি তো আমিই 

 মাটি বলল
   আমায় যে নামেই ডাকো
        আমি তো আমিই

তবে তুমি?

তোমার আমি
 প্রথম কুঁড়ি মেলে যখন 
     সে কুঁড়িকে জাগায় যে আলো
         সে আমিই আমি

আমায় যে নামেই ডাকো

 

[ছবি - Debasish Bose]

Category