সৌরভ ভট্টাচার্য 23 June 2022 সমুদ্র বলল আমায় যে নামেই ডাকো আমি তো আমিই আকাশ বলল আমায় যে নামেই ডাকো আমি তো আমিই মাটি বলল আমায় যে নামেই ডাকো আমি তো আমিই তবে তুমি? তোমার আমি প্রথম কুঁড়ি মেলে যখন সে কুঁড়িকে জাগায় যে আলো সে আমিই আমি আমায় যে নামেই ডাকো [ছবি - Debasish Bose] Category কবিতা Log in or register to post comments11 views