সৌরভ ভট্টাচার্য
20 June 2022
হিংসা তোমায় পুড়িয়ে যাচ্ছে অহরহ
ঘৃণা তোমায় শান্তি দিচ্ছে না একদণ্ড
ঈর্ষাকে কোলেপিঠে করে মানুষ করে
তলিয়ে যাচ্ছ তারই চাপে
অন্ধকারে
তবু একবারও ভাবছ না
ভালোবাসা না হয় নাই হল
ছায়া-শীতল শান্তির অধিকার তোমারও ছিল
নিজেকে বিষাক্ত না করে
শান্তি কোনো গন্তব্য নয়
শান্তি আরেক অধ্যবসায়
(ছবিঃ Debasish Bose)