Skip to main content

মোহ

সময় যায়। মনও যায়।

 

অনায়াসে

রোগ-শোক-জরা-মৃত্যু এড়িয়ে কতদূর যাবে?

দ্বা সুপর্ণা

অন্য কেউ না
আমিই দেখে চলেছি আমাকে
গ্রীষ্ম বর্ষা
       শীত বসন্ত  
 কথার ভিড়। কথা শূন্যতা। 
   হিংসা। রাগ। অভিমান।
      ভালোবাসা। ভয়। মান। অপমান। 
 আমিই সাক্ষী আমার। একা। 
তবু একা হই। সঙ্গী খুঁজি। 
  যে সাক্ষী হবে আমার সঙ্গে আমার। 

Subscribe to কবিতা