sumanasya
16 January 2025
যে চলে গেল
সে কোনদিন ফিরবে না
কাল না। পরশু না। আশ্চে সপ্তাহে না। আশ্চে মাসে না। পরের বছরে না। তার পরের বছরে না। তার পরের পরের বছরে না। কোনোদিন না।
কেউ ফেরে না
কী হবে তবে
আড়ালে রেখে নিজেকে
অভিমানে, কুণ্ঠায়, আলস্যে
একবারই তো যাওয়া
চিরকালের মত
এই একবারই তো
জীবন কি রোদের মত ফিরে ফিরে আসে?
তার তো একটাই দিন
একটাই
তারপর অনন্ত রাত
কী হবে তবে
আকথা কুকথার আঁশে জড়িয়ে
বৃদ্ধ বটবৃক্ষ কেন এত উদাস
বুঝে দেখ না
তোমার আনা লাভ-ক্ষতির ইতিহাস
ঝুরিয়ে যাবে
ঝরঝর করে