Skip to main content

 

নগরায়নের উচ্চাকাঙ্খা আলোয় ভাসা উড়ালপুলের উপর দিয়ে, সুতোয় বাঁধা লাল বেলুনের সার নিয়ে দৌড়াচ্ছে খালি গা, হাফপ্যান্ট পরা বাচ্চা ছেলে...

যার মা চৌমাথায় ভিক্ষা করে।

যে বেলুনগুলো সাজানো ছিল এ শহরের এক ধনী সন্তানের জন্মদিনের পার্টিতে, গতকাল, 'আলোকমালা' কমিউনিটি হলে।

আকাশ ভরা তারায় তারায়

সান্তাক্লজ আর খ্রীষ্ট ছুটছে তারই সঙ্গে পাল্লা দিয়ে

বরফকুচির মত আনন্দ ছড়িয়ে ছড়িয়ে

তার পথে

যে পথে অপমানের ক্রূশের রক্ত

চাপ চাপ আছে ভিজে

Category