Skip to main content

 

যতক্ষণ আঘাত করে কষ্ট হয়

যতক্ষণ আর্তকে এড়িয়ে গেলে

মনের একদিকে জমে ঘন কালো মেঘ

যতক্ষণ সব কিছু ঘিরে থাকলেও

     নিজেকে অবহ লাগে নিজেরই

        ভালোবাসাহীনতায়

 

ততক্ষণ একবিন্দু শিশিরেও

             এক সমুদ্র জীবনের সুখ

Category